আমার নাম কামরুজ্জামান। আমার জন্ম কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে। আমি শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ও শিমুলকান্দি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করে সিটি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। পরবর্তীতে ঢাকা জজ কোর্টে ও বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশা শুরু করি। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির একজন গর্বিত সদস্য। আইন পেশার পাশাপাশি আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টারে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশনে দীর্ঘ সাত বছর কাজ করেছি। বর্তমানে ফৌজদারী, দেওয়ানী, রীট, পারিবারিক, ডিভোর্স, ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করছি। তাছাড়া আইন বিষয়ে টুকিটাকি সহজ ভাষায় লেখালেখি করার চেষ্টা করছি।