Logo

Logo

লিগ্যাল নোটিশের ফরমেট


স্মারক নংঃ কেএ/নোটিশ/পারিবারিক/2024/09-                        তারিখঃ 00 সেপ্টেম্বর 2024

লিগ্যাল নোটিশ

(রেজিঃ এ/ডি সহ)

প্রাপকঃ

সবিতা

পিতা- 

মাতা-

ঠিকানা-

মোবাইলঃ 000000000000000

ইমেইলঃ @gmail.com

 

প্রেরকঃ

কামরুজ্জামান

অ্যাডভোকেট

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

পক্ষেঃ

সজিব

পিতা- আহাম্মেদ

মাতা- বেগম

ঠিকানাঃ

 

জনাব,

          এতদ্বারা আমার মোয়াক্কেল সজিব কর্তৃক ক্ষমতা প্রাপ্ত ও পরামর্শ প্রাপ্ত হয়ে এই মর্মে আপনি অত্র লিগ্যাল নোটিশ গ্রহিতাকে অত্র লিগ্যাল নোটিশের মাধ্যমে জানানো যাচ্ছে যে,

01।  যেহেতু আমার মোয়াক্কেল পরিবারের একমাত্র সন্তান, যার বয়স ৩২। তিনি পড়াশোনায় মাস্টার্স পাশ এবং বর্তমানে প্রবাসী হিসেবে বিদেশে অবস্থান করছেন। আপনি নোটিশ গ্রহিতা একজন গৃহিণী ও ছাত্রী, বয়স ২৬ বছর, স্নাতকে অধ্যয়নরত। আমার মোয়াক্কেলের সাথে আপনি নোটিশ গ্রহিতার বাংলাদেশের আইন ও ইসলামি শরীয়াহ মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। আমার মোয়াক্কেলের ওরসে এবং আপনি নোটিশ গ্রহিতার গর্ভে দুটি সন্তানের জন্ম হয় যাদের বয়স যথাক্রমে ৭ বছর ও ২ বছর। আমার মোয়াক্কেলের বয়স্ক বাবা-মায়ের সাথে আপনি নোটিশ গ্রহিতা বর্তমানে বসবাস করছেন।

02। যেহেতু আপনি নোটিশ গ্রহিতা প্রচন্ড বদমেজাজি, একরোখা, রেগে গেলে হিতাহিত জ্ঞানহীনের মত এমনভাবে চিৎকার-চেঁচামেচি করেন যে প্রতিবেশীরা কি হয়েছে দেখতে ছুটে চলে আসে। আমার মোয়াক্কেলের কাছে আপনি নোটিশ গ্রহিতা প্রচন্ড আত্মকেন্দ্রীক, নিজের আরাম আয়েশ, শখ, শান্তি ছাড়া কারোরটা বোঝেন না বলে প্রতীয়মান হয়েছে। কারণে-অকারণে আপনি নোটিশ গ্রহিতা মিথ্যাচার করেন যেটা অগ্রহণযোগ্য। আপনি নোটিশ গ্রহিতা মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড আসক্ত। গভীর রাত পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করেন এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন। ভোরে আপনি নোটিশ গ্রহিতার সন্তানরা ঘুম থেকে উঠে পড়তে চাইলেও জোর করে বকাবকি করে আবার ঘুম পাড়িয়ে রাখেন যাতে আপনি নোটিশ গ্রহিতা আরো বেশি ঘুমাতে পারেন। বাড়ির কাজে আপনার প্রচন্ড অনীহা। আমার মোয়াক্কেল বারবার আপনার শাশুড়ির সাথে একসঙ্গে বাড়ির কাজ সামলানোর জন্য অনুরোধ করলেও আপনি নোটিশ গ্রহিতা বেশিরভাগ সময় নিজে রান্না বান্না না করে শাশুড়ীকে দিয়ে করান। নিজের দায়িত্ববোধের ব্যাপারে আপনি খুবই উদাসীন। এমনকি আপনি নোটিশ গ্রহিতা নিজের শরীরের ব্যাপারেও যত্নশীল না। আপনাকে কতিপয় ডাক্তার জরুরী ভিত্তিতে ওজন কমানোসহ শারীরিক বিভিন্ন বিষয়ে যত্ন নিতে বারবার সতর্ক করলেও আপনি নোটিশ গ্রহিতা তাতে কোনপ্রকার ভ্রুক্ষেপ করেননা। এতে আপনার রোগ-ব্যাধী দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আমার মোয়াক্কেল বারংবার অনুরোধ করার পরও আপনি তাতে গুরুত্ব প্রদান করেননি।

03। যেহেতু আমার মোয়াক্কেলের বাবা ডায়াবেটিস ও হার্টের রোগী। আপনি নোটিশ গ্রহিতার এরূপ কর্মকান্ডে যেকোন সময় তাঁর হার্ট এটাক/স্ট্রোক করে অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমার মোয়াক্কেলের আর কোন ভাই বোন না থাকায় এবং তিনি বর্তমানে প্রবাসী হওয়ায় তাঁর পিতা-মাতাকে দেখাশোনার দায়িত্ব আপনি নোটিশ গ্রহিতার উপর বর্তালেও আপনি উক্ত দায়িত্ব পালন করেন না। তাছাড়া আপনি নোটিশ গ্রহিতা প্রায়শই আমার মোয়াক্কেলের পিতা-মাতা থেকে আলাদা বসবাস করতে চান যদিও আমার মোয়াক্কেল ছাড়া তাঁদের আর কেউ নেই।

04। যেহেতু আপনি নোটিশ গ্রহিতা বিয়ের একবছর পর থেকেই কোন বিষয়ে রাগারাগি হলে ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সাথে আত্মহত্যা করতে যান। ইতোমধ্যে প্রায় ১৫ বার আত্মহত্যার উদ্যোগ গ্রহণ করেছেন এবং একাধিকবার দরজা ভেঙে আপনাকে কোনমতে উদ্ধার করা হয়েছে। আপনি নোটিশ গ্রহিতার পিতা-মাতাও আপনার এরূপ কর্মকান্ড সম্পর্কে সম্পূর্ণরুপে অবগত ও  তাঁরাও অতীষ্ঠ হয়ে গেছে বলে জানিয়েছেন এবং আপনি নোটিশ গ্রহিতা মাঝেমধ্যেই এই বলে হুমকি দেন যে- "আমিই খারাপ, আমি সবার কাছে খারাপ। আগে দুই সন্তানকে শেষ করবো। তারপর নিজে মরব।" তাছাড়া আপনি নোটিশ গ্রহিতা আপনাদের শিশু সন্তানদের সাথে প্রায় সময় খারাপ আচরণ করেন। আপনার এরূপ কর্মকান্ড বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থী ও অপরাধমূলক বটে।

05। সেহেতু অত্র নোটিশ প্রাপ্তির পর থেকে আপনি নোটিশ গ্রহিতা সবিতা বারবার আত্মহত্যার চেষ্টা করা এবং আত্মহত্যার হুমকি দেওয়া বন্ধ করতে হবে। আপনাদের সন্তানদের হত্যার হুমকি দেওয়া বন্ধ করতে হবে। আপনি নোটিশ গ্রহিতার শ্বশুর শাশুড়ী অর্থাৎ আমার মোয়াক্কেলের বাবা-মায়ের সাথে সারাজীবন থাকতে হবে। নিজের ও পরিবারের প্রতি আরো যত্নবান হতে হবে। সংসারে কোন রকম অশান্তি, কলহ, মিথ্যাচার ও গীবত করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। একজন মানুষ হিসেবে আপনার নিজের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। আত্মীয়স্বজনদের সাথে দায়িত্বশীল আচরণ করতে হবে। এর কোনরুপ ব্যত্যয় ঘটলে আমার মোয়াক্কেল আপনি নোটিশ গ্রহিতার বিরুদ্ধে আইনগত কার্যধারা গ্রহণ করবে এবং এর সকল

দায়ভার আপনি নোটিশ গ্রহিতার উপর বর্তাবে। ফলশ্রুতিতে প্রয়োজনবোধে আপনি নোটিশ গ্রহিতার সাথে আমার মোয়াক্কেল দাম্পত্য সম্পর্ক ছিন্ন (তালাক প্রদান) করবে।

 

     বিঃদ্রঃ অত্র লিগ্যাল নোটিশের এক কপি আমার সেরেস্তায় ভবিষ্যৎ কার্যক্রমের জন্য সংরক্ষিত রইলো।

 

 

 

 

ধন্যবাদান্তে,


(কামরুজ্জামান)

অ্যাডভোকেট

মোবাইলঃ ০১৯১১০৬২০২০


No comments

Powered by Blogger.