Logo

Logo

বায়না দলিলের রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক?


বায়না দলিলের রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক?

২০০৪ সাল থেকে স্থাবর সম্পত্তির বিক্রয় যেমন-জমি বিক্রয়ের চুক্তি বা বায়নাপত্র বা বায়নানামা দলিলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ১৭ক ধারায় বলা হয়েছে, স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই লিখিত, তৎসঙ্গে উহা সংশ্লিষ্ট পক্ষগণ কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হতে হবে। বিক্রয় চুক্তি বা বায়নাপত্র সম্পাদনের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে চুক্তিটি নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হবে।  বায়নাপত্রে বায়নার মেয়াদ উল্লেখ করতে হবে।  মেয়াদ উল্লেখ না করা হলে মেয়াদ ৬ মাস বলে গণ্য হবে। বায়নাপত্র নিবন্ধনের তারিখ থেকে মেয়াদ গণনা শুরু হবে। 
Powered by Blogger.